প্রতিদিন রাতে ১ গ্লাস ঈষদুষ্ণ জল! উপকার পাবেন হাতে হাতে

 

প্রতিদিন রাতে ১ গ্লাস ঈষদুষ্ণ জল! উপকার পাবেন হাতে হাতে


বিভিন্ন পত্র পত্রিকা, অথবা ডায়েটিশিয়ান—সবারই এক মত। রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ঈষদুষ্ণ জলে পাতিলেবুর রস খেলে শরীর ঝরঝরে থাকে। ওজন কমাতেও সাহায্য করে এই পানীয়।

 
প্রতিদিন রাতে ১ গ্লাস ঈষদুষ্ণ জল!
এই সময় ডিজিটাল ডেস্ক: সকালে উঠে গরম জল খাওয়ার কথা তো অনেকবারই শুনেছেন। কিন্তু জানেন কি রাতে ঘুমোতে যাওয়ার আগে একগ্লাস ঈষদুষ্ণ জলের কি কামাল দেখাতে পারে!

উদ্বেগ ও অবসাদ দূরে রাখে

আমরা সবাই কম বেশি উদ্বেগে ভুগে থাকি বিভিন্ন সময়ে। কারও কারও ক্ষেত্রে তা এতটাই বেড়ে যায় যে অবসাদের আকার ধারণ করে। গবেষণায় দেখা গিয়েছে শরীরে জলের পরিমাণ কমে গেলে বাড়ে স্ট্রেস লেভেল। ক্ষতিগ্রস্ত হয় স্লিপ সাইকল। তাই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস ঈষদুষ্ণ জল অবশ্যই খান।

টক্সিন দূর করে

গরম জল শরীরের তাপ বাড়াতে সাহায্য করে। শরীরে রক্ত চলাচল বাড়ে এবং ঘামের মাধ্যমে বেরিয়ে যায় জমে থাকা টক্সিন।

হজমে সাহায্য করে

রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস ঈষদুষ্ণ জল হজম শক্তি ভালো করে। ঈষদুষ্ণ জল খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।


সূত্রঃeisamay.indiatimes.com

Post a Comment

0 Comments