Right Wing Politics - ডানপন্থা

 



তিন ধরনের রাজনৈতিক আদর্শের মধ্যে ডানপন্থা বা দক্ষিন পন্থা একটি।
ডানপন্থা একধরনের রক্ষণশীল রাজনৈতিক মতবাদ। অর্থাৎ এরা-নানা বিষয়ে রক্ষনশীল। যেমন-
*এরা প্রথাগত ধর্মের প্রবল অনুরাগী এবং এর সমর্থক
*বহুদিন চলে আসা সংস্কার ও নিয়মকানুন সমাজের ভালো করে এবং উন্নতি করে বলে এরা মনে করে
*ধনতন্ত্র ও পুঁজিবাদ এর সমর্থক। তারা মনে করে এই পদ্ধতি বহুদিন চলে আসছে বলে এইগুলো আর্থসামাজিক ব্যবস্থা ও শাসনতন্ত্র অক্ষুন্ন রাখে। এদের পলিসিগুলো নিম্নরুপ-
১.মানুষের জীবন ও অর্থনীতিতে সরকারের ক্ষীন ভুমিকা থাকা।
২.জাতীয়তাবাদ
৩.মানুষের নিজস্ব স্বাধীনতা (আমেরিকার gun right)
৪. রেলিজিয়াস কনজারভেটিজম
৫.সবার জন্য সমান অধিকার (উল্লেখ্য এই পলিসিটি সংখ্যাগরিষ্ঠ জনগনদের বিশেষ নিরাপত্তা দেওয়ায় বিশ্বাস করে না)
এখন ডানপন্থা ও ৩ ধরনের বলে পরিলক্ষিত হয়।
১.Centre Right
২.Far right
৩.Fascism
১.সেন্টার রাইট: এর লক্ষ্য হচ্ছে বিধিবদ্ধ আইন কঠোরভাবে অনুসরন,সম্রাজ্যের রক্ষন ও বিস্তার ঘটানো।এই অবস্থাকে কনজারভেটিজম ও বলা হয় যেমন: ব্রিটেনের কনজারভেটিভ পার্টি।
২.ফার রাইট: এটি প্রাকৃতিক ভাবে চলে আসা নিয়ম নীতি পরিবর্তন করতে চায় না। এরা মানুষের স্বাধীনতায় বিশ্বাসী কিন্ত মডার্ন ওয়েলফেয়ার স্টেট এর বিরোধী।
এই অবস্থাকে লিবারটালিয়ানিস্ম বা রাইট উইং লিবারটালিয়ানিস্ম বলা হয়।
উদাহরণ : * Shiv sena/MNS
*UKIP-এই পার্টিটি ব্রেক্সিট এর ক্ষেত্রে বিরাট ভুমিকা পালন করেছিল
CDA-GERMANY- অন্যান্য ফার রাইট পার্টি গুলো অভিবাসনের বিরোধী হলেও এটি অভিবাসন প্রক্রিয়াকে নিজের অর্থনীতির উন্নয়নের জন্য সমর্থন করে।
*ন্যাশনাল ফ্রন্ট- ফ্র্যান্স ইত্যাদি
৩.শেষ ধাপটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত একটি ধাপ। সেটি হচ্ছে ফ্যাসিবাদ।২০১৫ সালে এই শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হিসেবে আখ্যা পায়।
ফ্যাসিজম বা ফ্যাসিবাদ হচ্ছে একটা চরমপন্থী, জাতীয়তাবাদী, কর্তৃত্বপরায়ন রাজনৈতিক মতাদর্শ। এটি সবকিছুকেই রাষ্ট্রের নামে নিজেদের অধীন বলে মনে করে। রাষ্ট্র হচ্ছে বর্ম, নেপথ্যে থাকে একটি সর্বগ্রাসী দল বা গোষ্ঠী, ফ্যাসিবাদ যাদের আদর্শ। ফ্যাসিবাদে রাষ্ট্রের গুরুত্বের ওপর জোর দেয়া হয়। ফ্যাসিবাদ সেই গণতান্ত্রিক পদ্ধতির বিরোধী, যে গণতন্ত্রে জাতিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিচার করা হয়। এখানে ভিন্নমতের কোন ঠাঁই নেই। এ জন্য ফ্যাসিবাদে ভিন্নমতকে সহ্য না করে দমন করা হয়।
ফ্যাসিবাদের জনক হচ্ছে মুসোলিনী।
বর্তমান পৃথিবীতে সরাসরি ফ্যাসিবাদ সমর্থন করে এইরকম কোন দল দেখা যায় না। কিন্ত অনেক রাজনৈতিক দলকেই দেখা যায় ফ্যাসিবাদের মত আচরন করতে
ভারতের বিজেপি সেন্টার রাইট দল হলেও সেটি জাতীয়তাবাদ এবং ধর্মীয় কনভারটিজম ব্যবহার করে প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষন হচ্ছে-
* উগ্র জাতীয়তাবাদ
*মানবাধিকার এর প্রতি অবজ্ঞা 
*নিয়ন্ত্রিত গনমাধ্যম
*জাতীয় নিরাপত্তা নিয়ে আহাজারি (এরা জাতীয় নিরাপত্তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে)
*নির্বাচনে কারচুপি
*ধর্ম ও রাষ্ট্রে মাখামাখি 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টি পার্টি, ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদির বিরুদ্ধেও ফ্যাসিবাদী
আচরনের অভিযোগ দেখা যায়।কেননা ফ্যাসিবাদীরাও ছিল জাতীয়তাবাদী। তাদের শিকড় ছিল জাতিরাষ্ট্রের মধ্যে, সেই রাষ্ট্রকে শক্তিশালী এবং আরও বর্ধিত করাই ছিল তাদের আরাধ্য। ফ্যাসিবাদী নেতারা ও সরকারগুলো ধর্মকে রাষ্ট্রের উদ্দেশ্যের অধীনস্থ করতে যথাসম্ভব সবকিছু্ করেছিল।
এসব কারনেই বর্তমান রাজনীতির দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন হল "ফ্যাসিবাদ কি ফিরে এলো??"
অর্থাৎ বলা যায় ডানপন্থার নানা ভাগ থাকলেও সেই ভাগের অনুসারী দল গুলো তাদের নিজস্ব মতবাদ পাল্টিয়ে ক্ষমতায় টিকতে তাদের কৌশল পাল্টিয়ে যাচ্ছে। কেউ ই বিশুদ্ধভাবে কোন ভাগের অন্তর্গত থাকছে না।

Post a Comment

0 Comments