১৯৪১ সালেএ ৭ ডিসেম্বর রবিবার সকাল ৭.৫৫ মিনিটে জাপানের "Imperial Naval Airservice " হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার আক্রমন করে।
হামলাটি ২ ধাপে করা হয়
যার স্থায়িত্ব ছিলো১১০ মিনিট (সকাল ৭.৫৫ থেকে ৯.৪৫)
১ম ধাপে অর্থাৎ ৭.৫৫ মিনিটে যুদ্ধবিমানগুলোর উপর হামলা চালানো হয়।
আর দ্বিতীয় ধাপে জাহাজ গুলো ধ্বংস করা হয় (৮.৪০ মিনিট)।
এখানে বলে রাখা ভালো জাপান আমেরিকার উপর আকস্মিক হামলা চালায়। এর আগে কোনো Warning দেয় নি।
জাপান থেকে পার্ল হারাবার এর দূরত্ব ছিলো ৩৪০০ মাইল
হামলার পুর্বে তারা ২৩০ মাইল উত্তরে একটি স্টেশনে ল্যান্ড করে এবং সেখান থেকেই হামলা চালায়।
এই হামলার নেতৃত্বে ছিলেন Vice admiral: চুই জি নাগুমো!
হামলায় ৩৫৩ টি জাপানি যুদ্ধবিমান অংশগ্রহণ করে। হামলার পূর্বে জাপানিরা একটি কোড ব্যবহার করেন। যার নাম ছিলো "Operation Hawaii "। কিন্ত হামলার সময় এর নাম দেওয়া হয় "Operation Z".
জাপানিরা এ হামলাটি রবিবার কার্যকর করে। কেননা ওইদিন যুক্তরাষ্ট্রে ছুটির দিন। এতে করে আমেরিকান সৈন্যরা একটু ছুটির আমেজে ছিলো। তারা কেউ এ এই হামলার জন্য প্রস্তুত ছিলো না।
জাপানের প্রাথমিক উদ্দেশ্য ছিলো পার্ল হারবার এর Aircraft carrier এ হামলা করা। কিন্তু পরে পরিকল্পনা পরিবর্তন করে যুদ্ধ জাহাজগুলোকেও ধ্বংস করা হয়
যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি। এখানেও ব্যতিক্রম ঘটেনি।
আমেরিকার ৮ টি যুদ্ধজাহাজ সহ আরো ১১ টি জাহাজ ধ্বংস করে জাপানিজরা। এছাড়া ১৮৮ টি বিমান ও ধ্বংস করা হয়।
কিন্ত জাপানের মাত্র ২৮টি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয় আমেরিকানরা।
এ হামলায় মোট ২৩৪৩ জন মৃত্যুবরণ, ১২৭২জন আহত এবং ৯২৬ জন নিখোঁজ হন। যার মধ্যে ৬৫ জন জাপানি সৈন্য নিহত হয়।
এই হামলার পর তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট দিনটিকে ইতিহাসের "জঘন্যতম " দিন হিসেবে আখ্যায়িত করেন ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
আর এ কারণেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হয়ে পড়ে।
0 Comments