লঞ্চের আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল নতুন আইফোন-১৩ এর মডেলগুলির বৈশিষ্ট্য। সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা। আগের তুলনায় নতুন আইফোনের ক্যামেরা এবং ডিসপ্লে বেশ কিছুটা উন্নত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
অ্যাপলের
সম্পর্কে জনপ্রিয় টিপস্টার এবং অ্যানালিস্ট মিং-চি-কুও জানিয়েছেন এবং জেপি
মর্গ্যানের বিশেষজ্ঞ উইলিয়াং ইয়াং-এর দাবি, বাজারে যে গুজব মাসকয়েক ধরে
ঘুরছে, অ্যাপল নতুন মডেলে স্ক্রিন সাইজ কমাতে পারে, তার কোনও ভিত্তি নেই।
ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, আইফোন-১২'র মতোই আইফোন-১৩ তেও চারটি
মডেল আনতে চলেছে অ্যাপল, আইফোন১৩, আইফোন১৩ মিনি, আইফোন১৩ প্রো এবং আইফোন১৩
প্রো ম্যাক্স। যেখানে ক্যামেরা এবং ডিসপ্লে'র বৈশিষ্ট্য আগের থেকে আরও বেশ
কিছুটা উন্নত হতে চলেছে। ডিসপ্লে সাইজ বদলের উল্লেখ না থাকায় মনে করা
হচ্ছে আইফোন১৩ মিনি-তে থাকছে আইফোন-১২ মিনির মতোই ৫.৪ ইঞ্চি স্ক্রিন এবং
আইফোন১৩ প্রো ম্যাক্সে থাকছে বিশাল ৬.৩ ইঞ্চি স্ক্রিন। অন্য দু'টি মডেলে
আগের মতোই ৬.১ ইঞ্চি স্ক্রিন থাকার সম্ভাবনা। চারটি মডেলেই ওএলইডি প্যানেল
থাকার পাশাপাশি আইফোন১৩ প্রো এবং আইফোন১৩ প্রো ম্যাক্সে অ্যাপল ওয়াচ
সিরিজ-৬ এর মতো এলটিপিও ডিসপ্লে থাকার উল্লেখ রয়েছে ফাঁস হয়ে যাওয়া
রিপোর্টে।
তবে নতুন যে বৈশিষ্ট্য আইফোন-১৩ তে আনার কথা বলা হচ্ছে, তা থেকে জানা যাচ্ছে, আইফোন১৩ প্রো সিরিজের ফোনগুলিতে স্ক্রিন 'অলওয়েজ-অন' থাকবে, যেখানে সর্বক্ষণ সময় এবং ব্যাটারি চার্জিং সম্পর্কিত তথ্য দেখা যাবে। নোটিফিকেশন দেখার জন্য বার এবং আইকনের ব্যবহার করা হতে পারে। বাকি গাঠনিক বৈশিষ্ট্য এক থাকলেও স্ক্রিনে 'নচ' আইফোন-১২'র তুলনায় ছোট হতে পারে বলে দাবিও করা হয়েছে রিপোর্টে।
ক্যামেরার জন্য আইফোনের খ্যাতি বিশ্বজোড়া। বার্কলেজ-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আইফোন-১৩'র চারটি মডেলেই আপগ্রেডেড আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স বসানো হচ্ছে। অ্যানালিস্ট মিং-চি-কুও'র অবশ্য দাবি, আইফোন১৩ প্রো এবং আইফোন১৩ প্রো ম্যাক্সেই শুধুমাত্র এই নতুন লেন্স এবং লিডার সেন্সর বসাতে চলেছে অ্যাপল। যেখানে একই সঙ্গে অ্যাস্ট্রোফটোগ্রাফি মোড এবং পোট্রেট মোড আনা হচ্ছে। তবে র্যাম এবং চিপের ক্ষেত্রে কোনও বদলের কথা জানাননি কেউই। অবশ্য একটি মহলের দাবি, আইফোন-১৩ তে ব্যাটারির ক্ষমতা বাড়তে পারে। অবশ্য ফাঁস হয়ে যাওয়া বৈশিষ্ট্য নিয়ে কোনও মন্তব্য করেননি অ্যাপল কর্তৃপক্ষ|
0 Comments