Realme 8 Series নিয়ে বিগত কিছু দিন ধরেই জল্পনা চলছে। এবার এই সিরিজেরই প্রো মডেল অর্থাৎ Realme 8 Pro স্মার্টফোনের একাধিক ফিচার্স প্রকাশ্যে চলে এল। এদিন কোম্পানির তরফে জানানো হল যে, এই ফোনে একটি দুর্ধর্ষ 108MP ক্যামেরা থাকছে। এদিন Realme Camera Innovation Event 2021 শীর্ষক অনুষ্ঠানেই এই ফোনের ক্যামেরা ডিপার্টমেন্টের খোলাসা করা হয়। ফোনটি আসলে গত বছর লঞ্চ হওয়া Realme 7 Series-এর পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেট। ফোনে ফিচার্সের আপগ্রেডেশনও থাকবে সেই অনুযায়ীই।
এই Realme 8 Series-এর সবথেকে আকর্ষণীয় ফিচার্স হতে চলেছে এর ক্যামেরা। এদিন কোম্পানির তরফে বলা হয়েছে, ফোনটির ক্যামেরায় একাধিক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হচ্ছে, সেই সঙ্গেই থাকছে ইন-হাউস কাস্টোমাইজেশন। ফোনটির ডিজাইনেরও এক ঝলক এদিন দেখিয়েছে Realme। হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে একটি স্কোয়্যার শেপের মডিউলে ক্যামেরা সেন্সরগুলির সঙ্গেই থাকছে LED ফ্ল্যাশ। এই ফোনে কোয়াড-ক্যামেরা সেটআপ দিচ্ছে কোম্পানি।
এছাড়াও ফোনের রিয়ার প্যানেলে কোম্পানির ট্যাগলাইন 'Dare To Leap' থাকছে। ফোনের ডিসপ্লের ঠিক উপরের বাঁ দিকে খুবই ছোট পাঞ্চ-হোল কাট দেওয়া হয়েছে। সেখানেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা। ফোনে খুবই পাতলা একটি বেজ়েল রয়েছে। Realme 8 Pro ফোনটির নীল রঙের ভ্যারিয়্যান্টই প্রকাশ্যে এসেছে। তবে সূত্রের খবর, এই ফোনের আরও বেশ কিছু কালার ভ্যারিয়্যান্টস থাকবে।
Realme 8 Pro হ্যান্ডসেটে Samsung-এর লেটেস্ট 108MP HM2 সেন্সর দেওয়া হবে, যেখানে 9-in-1 পিক্সেল বাইনিং এবং 1/1.52″ লার্জ সেন্সরও থাকবে। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, খুব কম আলোতেও চমৎকার পিকচার কোয়ালিটি দিতে সক্ষম এই হ্যান্ডসেট। ISOCELL Plus প্রযুক্তির অপ্টিক্যাল লেন্স থাকার কারণে ফোনটির লাইট রিফ্লেকশন খুবই কম হবে। পাশাপাশিই ছবির কালার হবে আগের চেয়ে অনেক উন্নত। এই সেন্সর 3X জুম ডেলিভার করবে। এছাড়াও Realme 8 Pro-তে টাইমল্যাপস ভিডিয়ো সাপোর্টের সঙ্গেই একটি নতুন স্টোরি মোডও দেওয়া হবে।
Realme 8 Pro স্মার্টফোনে সেকেন্ড জেনারেশন স্ট্যারি মোডে একটি স্ট্যারি টাইম ল্যাপস ভিডিয়ো অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক এই প্রযুক্তি 4 মিনিটে 15 ছবি তুলতে সক্ষম এবং সেই সঙ্গেই 30fps রেটে টাইম-ল্যাপস ভিডিয়োও বানাতে পারে। নতুন পোর্ট্রেইট মোডে নিয়ন, ডায়নামিক বোকেহ এবং AI কালার পোর্ট্রেইট ফিল্টার দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত Realme 8 Series-এর লঞ্চ ডেটের ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শিগগিরই ভারতে হাজির হবে Realme-র এই নয়া ফ্ল্যাগশিপ সিরিজ।
0 Comments